প্রতিবেদন প্রদান
বাদী বনাম বিবাদী
মোঃ সাদেক আলী মোঃ ফয়েজ উদ্দিন
পিতা- মৃত ময়াজ উদ্দিন পিতা- মৃত হায়েত আলী
সং-কুশমাইল সাং-কুশমাইল
বড়াইগ্রাম, নাটোর। বড়াইগ্রাম, নাটোর।
উপরোক্ত বাদীপক্ষ, উপরোক্ত বিবাদী পক্ষের বিরুদ্ধে জোত ভূমির প্রাপ্য অংশ পাইবার জন্য এই মর্মে অত্র পরিষদে একটি অভিযোগ পেশ করেন। আমি অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করি। উভয় প্ষের জবান বন্দীর প্রেক্ষিতে বাদী পক্ষের একজন ও বিবাদী পক্ষের একজন এবং চেয়ারম্যান সাহেবের পক্ষ হতে একজন মোট তিন জন শালিশ মনোনিত হয়। কিন্তু তাহারা কোট বা সাব রেজিষ্টার কার্য্যালয় হইতে কোন প্রকার সঠিক কাগজ পত্র অত্র পরিষদ কার্যালয়ে জমা প্রদান করেন নাই।
অতএব এমতাবস্থায় বাদী পক্ষকেউচ্চতর আদালতেরআশ্রয় লওয়ার জন্য পরামর্শ প্রদান করা হইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS