Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

অদ্যকার সভায় জনাব সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্য/সদস্যাগণকে অবগত করান যে, ২০১২-২০১৩ অর্থবছরে এলজিএসপি-২ এর আওতায় কর্মদক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি) প্রকল্পের পকল্প বাসত্মবায়নের জন্য ২,৭০,৭২৪/= (দুই লক্ষ সত্তর হাজার সাত শত চবিবশ) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। প্রাপ্ত অর্থের প্রকল্প বাসত্মবায়নের জন্য অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রাপ্ত প্রকল্প সমূহ সভায় উপস্থাপন করেন সভাপতি সাহেব। সভায় প্রকল্প গ্রহনের উপর বিসত্মারিত আলোচনা করা হয়। আলোচনা ও পর্যালোচানামেত্ম সর্বসম্মতিক্রমে নিমণলিখিত প্রকল্প বরাদ্দ দেওয়া সিদ্ধামত্ম গৃহীত হইল।